বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছর ধরে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে। এবং তাদের পতন ঘটিয়েছে। সেই স্বৈরাচার পালিয়েছে। এখন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। অন্তর্বর্তী সরকার যে প্রস্তাবনা দিয়েছে বিএনপি অনেক আগেই সেই প্রস্তাবনার কথা বলেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে বিএনপির কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, অনেক দলের সঙ্গে বিএনপির মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ, এদেশের মানুষের ভোটের অধিকার, নিরাপত্তার প্রশ্নে কারও সঙ্গে বিএনপির কোনও মতপার্থক্য নেই।
তিনি বলেন, দেশে এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।
সম্মেলনে উদ্বোধক হিসেবে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। প্রধান বক্তা বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। অতিথি সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ।
আপনার মতামত লিখুন :