ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামী’র নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৭:০৩ পিএম

শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামী’র  নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

ছবি বর্তমান বাংলাদেশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলার উদ্যোগে আজ শুক্রবার, বাদ জুমা, স্থানীয় কমিউনিটি সেন্টারে (৩ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে “নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা-২০২৫”। উপজেলার সকল স্তরের সংগঠনের দায়িত্বশীলদের অংশগ্রহণে এ কর্মশালায় নির্বাচনকেন্দ্রিক করণীয়, সাংগঠনিক দায়িত্ব ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
কর্মশালার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন। তিনি নির্বাচনী দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, “সংগঠনকে সুসংহত করতে এবং ভোটকেন্দ্রভিত্তিক শক্তিশালী কাঠামো গড়ে তুলতে সবার আন্তরিক ভূমিকা প্রয়োজন।”
এরপর দারসুল কুরআন পেশ করেন মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার। তিনি সূরা আন নিসার ৩৬ নং আয়াতের আলোকে দায়িত্বশীলদের দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় সংসদীয় আসন মৌলভীবাজার-০৪ থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ আব্দুর রব “নমিনির সফর প্রত্যাশা ও প্রাপ্তি” বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, “গণমানুষের আস্থা অর্জনের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।”
জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী কেন্দ্রীয় কমিটির ঘোষিত ১৩ দফা নির্বাচনী কর্মসূচি দায়িত্বশীলদের সামনে উপস্থাপন করেন।
“নির্বাচনী কাজে ছাত্র ও যুবকদের ভূমিকা” বিষয়ে আলোচনা করেন জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী। তিনি তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মোঃ ফখরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
দিনব্যাপী এ কর্মশালায় জামায়াতের সকল রুকন, ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল, প্রতিটি ভোটকেন্দ্রের সভাপতি-সেক্রেটারি, ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শেষে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম সম্পন্ন হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!