ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাণীনগর প্রতিনিধি (নওগাঁ)

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৬:৫৭ পিএম

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি বর্তমান বাংলাদেশ

নওগাঁর রাণীনগর উপজেলায় রাইডো ব্রেইন ব্যাটল ১.০ কুইজ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় রাণীনগর রাইডো সংগঠন রাণীনগর জেলা পরিষদ অডিটোরিয়ামে এই আয়োজন করেন।

সকালে উপজেলার ৩১টি বিদ্যালয়ের ১৬৫ জন প্রতিযোগির মধ্যে পরীক্ষার মধ্য দিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম, রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, ডা. ফরিদ এইচ খান, রাইডো প্রতিষ্ঠাকালীন সদস্য ও ব্রেইন ব্যাটল ১.০ এবং ক্যারিয়ার গাইডলাইনের ইভেন্ট কমিটির সদস্য সচিব ডা. মো. রুমন হোসেন প্রমুখ।

আয়োজকরা জানান, কার্যক্রমটি প্রিলিমিনারী রাউন্ড একযোগে উপজেলার ৩১টি উচ্চ বিদ্যালয়সহ আলিয়া মাদ্রাসা (বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান) বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী মোট ১৬৫ জন শিক্ষার্থীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এর মধ্যে সেরা ১৫ জনকে আকর্ষনীয় পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া নবম, দশম, একাদশ, দ্বাদশ ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!