ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২শত অসহায় হিন্দু ও মুসলিম পরিবারে মাঝে নতুন শাড়ি ও কাপড় বিতরণ

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৪:৫৯ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২শত অসহায় হিন্দু ও মুসলিম পরিবারে মাঝে নতুন শাড়ি ও কাপড় বিতরণ

ছবি: বর্তমান বাংলাদেশ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার কমলগজ্ঞ উপজেলার  রহিমপুর ইউনিয়নের মুন্সিবাজার মুন্সিবাড়ির কুজ্ঞবনে রবিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটি এর আয়োজনে প্রয়া ২শত অসহায় হিন্দু ও মুসলিম পরিবারে  মাঝে নতুন শাড়ি ও কাপড় বিতরণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন মুন্সিবাড়ির জমিদার সুনিলময় কুমার দাশ চৌধুরী, অনিকা দাস চৌধুরী ও বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরী সহ এলাকার মুরবীগন।
এসময় বক্তারা বলেন হিন্দু ও মুসলিম সস্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে, যেখানে এই ধরনের কার্যক্রম সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উদ্যোগটি ধর্মীয় সস্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার একটি সুন্দর দৃষ্টান্ত, যা দুর্গাপূজার আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করেছে।  রহিমপুর ইউনিয়নকে আরও শান্তিপূর্ণ ও উৎসবমুখর করে তুলেছে, যেখানে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকে।

বর্তমান বাংলাদেশ

Link copied!