“ধর্ম যার যার, উৎসব সবার”–এই স্লোগানকে ধারণ করে নীলফামারীর জলঢাকায় পৌরসভা ও ইউনিয়নের পূজা মণ্ডপ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জলঢাকা উপজেলা।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, শৃঙ্খলা ও সহযোগিতার সেতুবন্ধন মজবুত করার লক্ষ্যে রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে এস আলী রাইস মিল চত্তরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আসন্ন জাতীয় নির্বাচনে নীলফামারী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের নয়; এটি সবার উৎসব। সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া শান্তিপূর্ণভাবে উৎসব আয়োজন করা সম্ভব নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের আনন্দে সবাইকে অংশীজন করে তোলাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
বিএনপির নীলফামারী জেলা কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি সৈয়দ আলী বলেন, “আমরা বিশ্বাস করি—ধর্ম যার যার, উৎসব সবার। পূজা মণ্ডপগুলোতে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখা আমাদের দায়িত্ব। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন আরও দৃঢ় হোক এবং এ উপজেলায় যেন সবাই আনন্দের সঙ্গে দুর্গোৎসব উদযাপন করতে পারেন সে লক্ষ্যে কাজ করতে আমরা অঙ্গিকারবদ্ধ।
এ সময় বিএনপির পক্ষ থেকে ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়ন মোট ১৬৯টি পূজা মণ্ডপে প্রতিটি মণ্ডপে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই সহায়তার মাধ্যমে মণ্ডপ কমিটিগুলো যেন পূজা আয়োজন নির্বিঘ্নে করতে পারে, সেই প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য ও উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, জেলা কমিটির সদস্য রশিদুল ইসলাম বাঙালি, ও আহমেদ সাঈদ চৌধুরী (ডিডু)সহ পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ১৬৯টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক স্থানীয় নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :