ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

রাজাপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৮:৪৯ পিএম

রাজাপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

ছবি: বর্তমান বাংলাদেশ।

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী গোলাম আজম সৈকত শনিবার রাজাপুরে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনগণের হাতে তুলে দেন তিনি।

এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির বিভিন্ন সংস্কার কর্মসূচি তুলে ধরেন। গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহরের বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় প্রচারণা চালান।

গণসংযোগকালে গোলাম আজম সৈকত বলেন,
“আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে মাঠে নেমেছি। বিএনপি জনগণের দল—এই দল সবসময় মানুষের ভোটের অধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে লড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছেন, সেটিই একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের পথনির্দেশনা।”

তিনি আরও বলেন, “রাজাপুর–কাঠালিয়া আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত। আমি যদি জনগণের ভোটে সুযোগ পাই, তবে এই অঞ্চলের প্রতিটি গ্রামকে উন্নয়ন ও কর্মসংস্থানের ধারায় আনব। জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”

দলীয় নেতাকর্মীরা বলেন, “গোলাম আজম সৈকত বিএনপির তরুণ নেতৃত্বের প্রতীক। জনগণের পাশে থেকে তিনি দিনরাত কাজ 

বর্তমান বাংলাদেশ

Link copied!