শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৩ অক্টোবর শ্রীমঙ্গল থানাধীন ০৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত ইসলামপুর সাকিনস্থ সখিনা পাম্প সংলগ্ন ইসলামপুরগামী রাস্তা হইতে একটি পিকআপ গাড়িসহ চোরাকারবারী রায়হান হাওলাদার (৩৫), পিতা-রুহুল আমিন হাওলাদার, সাং-মারিয়ালি (কলাবাগান), থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর, ওমর ফারুক (৩২), পিতা-আবুল কাশেম, মাতা-শিউলী বেগম, সাং-মাদ্রাসাপাড়া, থানা-গোমস্তাপুর, জেলা-চাপাই নবাবগঞ্জ, মোঃ আবু তাহের (৪৫), পিতা-মৃত হাছেন আলী, মাতা-মোছাঃ হোসনে আরা বেগম, সাং-বারধার, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনাদের গ্রেফতার করেন এবং পিকআপ গাড়ি তল্লাশী করিয়া ২৬৯ (দুইশত ঊনসত্তর) পিস ভারতীয় শাড়ি, যাহার মূল্য আনুমানিক ১,৮৮,৩০০/-(এক লক্ষ আটাশি হাজার তিনশত) টাকা উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীগন অবৈধ ভাবে চোরাচালানোর মাধ্যমে ভারত হইতে শাড়ি আনয়ন করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে পিকআপ গাড়ী যোগে শ্রীমঙ্গল শহরে নিয়ে আসিতেছিল বলিয়া জানায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
আপনার মতামত লিখুন :