ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

ঝালকাঠি ইসলামীয়া কিন্ডার গার্ডেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৮:৫৫ পিএম

ঝালকাঠি ইসলামীয়া কিন্ডার গার্ডেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: বর্তমান বাংলাদেশ।

ঝালকাঠী ইসলামীয়া কিন্ডার গার্ডেনের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিয়া কিন্ডার গার্ডেনের বিদ্যা উৎসাহী সদস্য ও ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ঝালকাঠি পৌরস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম এবং ঝালকাঠি জেলা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।

প্রধান অতিথি অ্যাড. মোঃ শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীরা যদি ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে, তাহলে বৈষম্যহীন ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠিত হবে। এজন্য প্রচলিত শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারীদেরও সম্মাননা ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি ও শিক্ষকবৃন্দ।

বর্তমান বাংলাদেশ

Link copied!