সনাতন পদ্ধতিতে নির্বাচন মানেই জুলাইয়ের রক্তের সাথে বেঈমানী এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ টি এম মাসুম।
শনিবার (৪ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর জেলা জামায়াতের কার্যালয়ে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ`-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সংস্কার ফ্যাসিবাদী খুনীদের দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনী ভিত্তি দিয়ে এর ভিত্তিতে নির্বাচন দিতে হবে। একটি বড় দল পি আর পদ্ধতি জনগন বোঝেনা, এমন তকমা লাগিয়ে জনগণকে অবমূল্যায়ন করছে।
জেলা আমীর ও লক্ষ্মীপুর ০২ আসনের সম্ভাব্য এম. পি প্রার্থী মাষ্টার রুহুল আমিন ভূইয়ার সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লক্ষ্মীপুর-০৩ আসনের সম্ভাব্য এম.পি প্রার্থী ড. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা- নোয়াখালী অঞ্চল টিম সদস্য মাষ্টার আব্দুস সাত্তার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর এডভোকেট নজির আহমদ, জেলা সেক্রেটারী ও লক্ষ্মীপুর-০৪ আসনের সম্ভাব্য এম.পি প্রার্থী জনাব এ আর হাফিজ উল্লাহ, রামগঞ্জ উপজেলা আমীর ও লক্ষ্মীপুর-০১ আসনের সম্ভাব্য এম পি প্রার্থী নাজমুল হাসান পাটওয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন মাহমুদ ও এডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবদুর রহমান, এম. শামসুল ইসলাম, মাষ্টার ইসমাইল হোসেন, বাংলাদেশ শ্রমিক জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মমিন উল্লাহ্ পাটওয়ারী, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন ও জেলা শিবির সেক্রেটারী আরমান হোসেন প্রমূখ।
আপনার মতামত লিখুন :