বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের
র্যালিটি মৌলভীবাজার সরকারি স্কুল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এস.আর. প্লাজায় গিয়ে শেষ হয়। এতে জেলা, উপজেলা ও পৌর যুবদলের শত শত নেতা-কর্মী অংশ নেন।
নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে র্যালির প্রতিটি ধাপ।
র্যালি শেষে এস.আর. প্লাজার সামনে সংক্ষিপ্ত সমাবেশ জেলা যুবদলের জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত এর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের আহবায়ক হাফেজ আহমদ মাহফুজ এর পরিচালনায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি আক্তার হোসেন দলা,সহ-সভাপতি সৈয়দ জুবেল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান,যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সহ সাধারন সম্পাদক হোসাইন আহমদ পৌর যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শিপন,সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমির মোহাম্মাদ জেলা যুবদলের সহ সাংগঠনিক যথাক্রমে শাহান পারভেজ শিপন,ফজলুর রহমান,সাহেল আহমদ,শেখ সামাদুজ্জামান,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলু আহমদ জেলা যুবদলের প্রচার সম্পাদক রাফু আহমদ সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু,সহ -সাংগঠনিক রায়হান আহমদ সহ সাংগঠনিক মিজান আহমদ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ শাহজাহান,পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল জায়েদ,জেলা যুবদলের সহ অর্থ সম্পাদক রাসেল আহমদ সহ আইন বিষয়ক সম্পাদক রাসেল আহমদ জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক খছরু আহমদ সহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও জেলার সকল উপজেলা ও পৌর যুবদলের সভাপতি, সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দরা উপস্থিত ছিলেন।
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিণত হয় গণতন্ত্রপ্রেমী তরুণদের ঐক্যের অঙ্গীকার ও জাতীয়তাবাদী চেতনার জাগরণে এক উৎসবে।

আপনার মতামত লিখুন :