ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

আদমদীঘিতে এনএসডিএসের শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৯:৩৯ পিএম

আদমদীঘিতে এনএসডিএসের শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ

ছবি: বর্তমান বাংলাদেশ।

বগুড়ার আদমদীঘিতে নসরতপুর মহিলা সমাজ উন্নয়ন সংস্থার (এনএসডিএস) আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার ছাতিনগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘উন্নয়নে শিক্ষা’ প্রকল্প বাস্তবায়নে সংস্থাটি এই আয়োজন করে। ওই বিদ্যালয়ের সভাপতি জান্নাতুন ফেরদৌসীর সভাপতিত্বে ও এনএসডিএসের মহাসচিব আব্দুল আলীমের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতিনগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার সোহান পারভেজ, উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, ছাতিনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রাব্বানী হাসান, উপজেলা স্কাউটসের সম্পাদক সাইফুল ইসলাম, স্কাউটস লিডার মকছেদ আলী, কাব লিডার নূর জাহান প্রমূখ। 
এ বিষয়ে এনএসডিএস’র মহাসচিব আব্দুল আলীম বলেন, অনুষ্ঠানে ৯টি ইভেন্টে ১৫০ জন শিক্ষাথীকে পুরস্কৃত করা হয়েছে। এর সংস্থার পক্ষ থেকে নানা ধরনের সামাজিক কর্মকান্ড চলমান রয়েছে। সরকারী ও বেসরকারী সাহায্য-সহযোগিতা পেলে এ প্রকল্পের কার্যক্রম প্রতিটি উপজেলায় সম্প্রসারণ করা সম্ভব হবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!