ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

কাঁঠালিয়ায় গাছের সাথে এ কেমন শক্রতা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৫:৪৩ পিএম

কাঁঠালিয়ায় গাছের সাথে এ কেমন শক্রতা

ছবি: বর্তমান বাংলাদেশ।

ঝালকাঠির কাঁঠালিয়ায় খলিল হাওলাদার নামের এক কৃষকের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (২০ অক্টোবর) উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক খলিল হাওলাদার বাদী হয়ে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার নেয়ামতপুরা গ্রামের নুরুল ইসলাম, নুরুজ্জামান, গোলাম মাহমুদ ও নুরুল আমিনের সাথে জমির ভাগ বন্টন নিয়ে দ্ধন্দ চলছে একই এলাকার কৃষক খলিল হাওলাদারের। এনিয়ে স্থানীয়ভাবে শালিস ব্যবস্থা হয়েছে। শালিসীর রায় মানেনা নুরুল ইসলাম ও তার লোকজন। বিরোধের জেরে গত সোমবার ওই কৃষকের রোপিত বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে রেখে যায় আসামীরা।

অভিযোগ অস্বীকার করে নুরুল আলম বলেন, সালিসীর রায় সঠিকভাবে হয়নি।

কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
 

বর্তমান বাংলাদেশ

Link copied!