কিশোরগঞ্জে জেলা প্রশাসকের উপস্থিতি বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের পূর্ব নির্ধারিত পাগলা মসজিদ পরিচালনা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা’র” আয়োজন করা হয়। সময় দেওয়া হয় বিকেল ৪ টায়। সময়ের আগে সাংবাদিকরাসহ আগত অতিথিরা সেখানে অবস্থান করলেও বেলা ৫ টা পর্যন্ত প্রোগ্রাম শুরু করতে পারেনি ডিসি।
জানা যায়, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাগলা মসজিদ পরিচলনা বিষয়ক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। যেখানে সভাপতিত্ব করার কথা জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান। নির্ধারিত সময়ের আগে জেলায় কর্মরত সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়। বেলা ৫টা পর্যন্ত সেখানে জেলা প্রশাসক উপস্থিত হোননি। সাংবাদিকরা জানতে পারেন জেলা প্রশাসক কয়েকজকে নিয়ে নিজ কক্ষে গোপন বৈঠকে বসেছেন। সেখানে বৈঠক শেষে প্রোগ্রামে যোগদান করবেন। ৫টা পর্যন্ত অপেক্ষা শেষে এবিষয়ে জানতে কর্মরত সাংবাদিকরা জেলা প্রশাসকের কক্ষে কথা বলতে যান। কক্ষে প্রবেশের সময় বাঁধা দেন অফিস সহকারিরা। এসময় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ রিয়াদ হোসেন বাহিরে আসলে সাংবাদিকদের উপস্থিতি সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করতে বলা হয়। খবর দিবেন বলে ভেতরে যান এনডিসি। ১০-১৫ মিনিট পর অন্য দরজা দিয়ে সম্মেলন কক্ষে চলে যান ডিসি ফৌজিয়া খান।
উপস্থিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা বলেন, একজন জেলা প্রশাসক নিজেই যদি সময়ের প্রতি গুরুত্ব না দেন তাহলে সাধারণ মানুষ বা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কিভাবে শৃঙ্খলাবদ্ধ থাকবে। তার গোপন বৈঠক থাকলে তিনি সবাইকে জানাতে পারতেন। তা না করে সকলকে বসিয়ে রেখে গোপন বৈটকের কি কারণ?
জেলা প্রশাসক গোপন বৈঠক শেষে সম্মেলন কক্ষে আসলে সাংবাদিকরা পূর্ব নির্ধারিত প্রোগ্রাম দেরি হওয়ার কারণ জানতে চাইলে তিনি কোন সদোত্তর দিতে পারেননি। কক্ষের বাহিরে সাংবাদিকরা অবস্থা করছেন এই বিষয়টিও তার জানা নেই বলে জানান।
আপনার মতামত লিখুন :