খুলনায় বাল্যবিয়ের অভিযোগে কাজী হাবিবুল্লাহ সাচ্চুকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার খুলনা মহানগরীর সদর থানা এলাকা থেকে কাজী হাবিবুল্লাহ সাচ্চুকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে কেএমপির সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, আইন অনুযায়ী ২১ বছরের নিচে কোনো ছেলের বিয়ে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। ভূক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই সাগর জানান, বাল্যবিয়ের দায়ে কাজী হাবিবুল্লাহ সাচ্চুকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :