নানা আয়োজনে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর যুবদলের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা হাজারো নেতা-কর্মীর ঢল নামে।
এর আগে, এদিন সকাল সাড়ে ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। কর্মসূচি মধ্যে ছিল সকাল সাড়ে ৭ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান। সকাল ১০ টায় মাছের পোনা অবমুক্তকরণ ও বেলা ১১ টায় বৃক্ষরোপণ করা হয়।
শোভাযাত্রা শেষে যুবদল কার্যালয়ের সামনে এক পথ সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের সঞ্চালনায় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথি সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম শাফিন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, বগুড়া জেলা মহিলা দলের সহ সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, প্রচার সম্পাদক তুহিন ইসলাম, বিএনপির নেতা শেখ শওকত আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম, শাহাজাহান আলী স্বপন, ফেরদৌস মাহমুদ, পৌর যুবদলের নেতা সিদ্দিকুর রহমান তুফান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, আশফাকুল ইসলাম পাভেল, জহির রায়হান শুভ, আশিক হোসেন, রাশেদ হোসেন, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ছনি, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান রিকু, আফতাব হোসেন চুট্টু, কৃষক দলের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, তাঁতীদলের সাধারন সম্পাদক ফারুক হোসেনসহ পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবি দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :