ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

নাটোরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম, নাটোর

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৭:২৬ পিএম

নাটোরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা অনুষ্ঠিত

ছবি: বর্তমান বাংলাদেশ।

নাটোরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা অনুষ্ঠিত
নাটোরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে।
  আজ মঙ্গলবার (২৮অক্টোবর) বেলা সাড়ে এগারোটায়  নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে ‍‍`কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় এবং জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আসমা শাহীন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।
     প্রধান অতিথি জেলা প্রশাসক আসমা শাহীন বলেন,  বর্তমান সরকার কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিতে নিয়মিত ভর্তুকি , প্রণোদনা প্রদানসহ সার ও ডিজেল এবং সকল উপকরণ সহজলভ্য করেছে। কৃষকদের মাঝে নতুন নতুন প্রযুক্তি সরবরাহ করছে। সরকার গবেষণা করে নতুন নতুন জাতের বিভিন্ন বীজ উদ্ভাবনে গৃহীত পদক্ষেপ গ্রহণ করেছে।
   জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাবিবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  নাটোর নবাব সিরজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
    মেলায় এবার জেলার কৃষকদের আর্থ-সামাজিক  উন্নয়নে প্লান ডক্টর ক্লিনিক, প্রযুক্তি কর্ণার, পুষ্টি গ্রাম, আধুনিক যন্ত্রপাতি, নারী উদ্যোক্তাসহ ২১টি স্টল প্রদর্শিত হচ্ছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!