ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গোলাম আযম গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৯:৪৬ পিএম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গোলাম আযম গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নওগাঁ: 
 

নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার ৩ আগষ্ট বিকেল সোয়া ৫ টার দিকে শহরের মাস্টারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি এদিন রাত সাড়ে নয় টার দিকে মুঠোফোনে নিশ্চিত করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী।

আটক ওই নেতার নাম গোলাম আযম। তিনি নিষিদ্ধ সংগঠন নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং নওগাঁ সদর উপজেলার চকদেব খাঁ পাড়ার ঝন্টুর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলাসহ অপর আরও একটি মামলার ঘটনায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। তারই প্রেক্ষিতে রোববার বিকেলে থানা পুলিশ অভিযান চালিয়ে মাস্টারপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, আটককৃত গোলাম আযমকে রাজনৈতিক মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। 
 

বর্তমান বাংলাদেশ

Link copied!