কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
আমার সোনার বাংলায় মাদক ব্যবসায়ীর ঠাই নাই,
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে আসুন আমরা সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে সচেতন যুবসমাজ ও স্বল্প মারিয়া গ্রামবাসীর উদ্যোগে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে।
রবিবার (৩ আগস্ট) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় এ মাদক বিরোধী মানববন্ধন।
এব্যাপারে ভূমিকা রাখতে সচেতন যুব সমাজ ও এলাকাবাসীর হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় সর্বস্তরের মানুষ।
মনববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন ৮নং মারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন মাসুম
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বল্প মারিয়া এলাকার মোঃ নজরুল ইসলাম, এনামুল হাসান রুমান, শফিকুল ইসলাম খান, মাহফুজ ইবনে ফেরদৌস,কামরুল ইসলাম, মোঃ শরিফ মিয়া, ফজলুর রহমান, আব্দুল খালেক, মোঃ নুরুল ইসলাম, আব্দুল হামিদ, আমজাদ হোসেন রাসেল, মোঃ আনোয়ার হোসেন নাঈমসহ স্থানীর যুব সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এ সময় বক্তারা বলেন, মাদক এক নীরব ঘাতক। ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই, বিয়েবিচ্ছেদের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার মূলে রয়েছে মাদক। পাড়া-মহল্লায় উঠতি বয়সের কিশোর গ্যাং গ্রুপগুলো যে অপরাধমূলক কাজ করছে তার পেছনেও রয়েছে এই মাদক।
বক্তারা আরও বলেন, নিজ নিজ গ্রামে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে একদিন পুরো সমাজ তথা দেশ মাদকমুক্ত হবে বলে আশা করেন উদ্যোক্তারা। এ সময় এলাকার গণ্যমান্য, কিশোর, তরুণ ও যুব সমাজের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সবাই নিজ গ্রামকে মাদক বিক্রি ও ব্যবহার রোধে শপথ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :