ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

নিবন্ধনে ইসির শর্ত পূরণে সংশোধনী দিলো জাগ্রত পার্টি; জেলা-উপজেলায় অফিস ভাড়া প্রসঙ্গে কড়া সমালোচনা মূখপাত্রের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৩:৩০ পিএম

নিবন্ধনে ইসির শর্ত পূরণে সংশোধনী দিলো জাগ্রত পার্টি; জেলা-উপজেলায় অফিস ভাড়া প্রসঙ্গে কড়া সমালোচনা মূখপাত্রের

ছবি: বর্তমান বাংলাদেশ।

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে ইসির দেয়া শর্ত পূরণের সংশোধনী জমা দিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি। নির্বাচন কমিশন প্রদত্ত শর্ত সমূহ নতুন রাজনৈতিক দলের জন্য সহজতর নয় দাবি করে দলটির মূখপাত্র কাজী শামসুল ইসলাম বলেন, জেলা উপজেলায় অনেক বড় দলেরও ভাড়ায় বা নিজস্ব বৈধ অফিস নেই। বেশিরভাগই দখলদার হিসেবেই অফিস করেন। তিনি বলেন, শুধু জেলা উপজেলায় কেনো, অনেক দলের কেন্দ্রীয় কার্যালয়ও তো দখল সত্ত্বে নেয়া। পূরণ সম্ভব নয়, এমন শর্ত দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার রাজনীতি নিয়ন্ত্রণের অপচেষ্টা করেছিল। যা জুলাই বিপ্লবের বাংলাদেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই দ্রুত এসব শর্ত বাতিলের দাবি জানায় জাগ্রত পার্টি।

রোববার ৩ আগস্ট সকালে আগারগাওয়ে নির্বাচন কমিশনে সংশোধনী আবেদন জমা দিয়ে বাংলাদেশ জাগ্রত পার্টির মূখপাত্র ও অতিরিক্ত মহাসচিবের চলতি দায়িত্বে থাকা শামসুল ইসলাম মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন দপ্তরের দায়িত্বে থাকা জাবেদ ইকবাল, বাজপ নেতা মো. সাইফ উদ্দিন ও বাদল খান।

সংশোধনী আবেদনে জাগ্রত পার্টি জানায়, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা এবং অনিয়ম, দূর্নীতি, স্বজনপ্রীতি, শোষণ, সন্ত্রাস ও চলমান দলীয়করণ শাসন ব্যবস্থা ভেঙ্গে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কার উদ্যোগসহ জনগণের কল্যাণে নেয়া সকল কার্যক্রম সমর্থন করেই জন্ম নেয় “বাংলাদেশ জাগ্রত পার্টি”। দলের মূখপাত্র জানান, পজেটিভ বাংলাদেশ গড়তে জাগ্রত পার্টি বহু চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে জুলাই জাগরণ ও গণমানুষের প্রত্যাশ পূরণের লক্ষে। কিন্তু ইসি প্রদত্ত অনেক শর্তই স্বল্প সময়ে পূরণ করা শুধু কষ্টসাধ্যই নয়, বরং অসম্ভবও বটে। সে কারণে নতুন রাজনৈতিক দলগুলোর পক্ষে দেশজুড়ে জেলা-উপজেলায় পর্যায়ে বৈধভাবে ভাড়ায় অফিস প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এর একমাত্র কারণ চলমান সামাজিক পরিবেশ পরিস্থিতিতে কোনো বাড়িওয়ালা/বাড়ির মালিক রাজনৈতিক দলের জন্য তার বাড়ির একটি ফ্ল্যাট বা কক্ষ ভাড়া দিতে রাজি হয় না।

এসময় জাগ্রত পার্টির মূখপাত্র বলেন, যদি বলি অযৗক্তিক হবে না যে, দেশের বড় দলগুলোরও অধিকাংশের জেলা-উপজেলা শুধু নয়, কেন্দ্রীয় কার্যালয়ও বৈধভাবে ভাড়া নেয়া বা নিজস্ব ভবনে প্রতিষ্ঠা করা হয়নি। কারো দিকে আঙুল না তুলিই বলতে চাই, ছোট-বড় অনেক রাজনৈতিক দলের অফিস ক্ষমতার দাপুটে দখলদার হিসেবেই প্রতিষ্ঠিত। সুতরাং গণমানুষের প্রত্যাশ পূরণে “বাংলাদেশ জাগ্রত পার্টি” চলমান ধারা ভেঙ্গে জুলাই বিপ্লবের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় নিয়ম নীতি মেনে বৈধ কর্মকাণ্ডের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যেতে প্রতিশ্রূতিবদ্ধ বলে জানান দরটির মূখপাত্র ও অতিরিক্ত মহাসচিবের দায়িত্বে থাকা কাজী শামসুল ইসলাম।

 

বর্তমান বাংলাদেশ

Link copied!