ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

জামায়াতে ইসলামীর ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৭:৩৮ পিএম

জামায়াতে ইসলামীর ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : 

লক্ষ্মীপুর জেলাধীন কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে চক্ষু রোগীদের কল্যাণে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের অংশ হিসেবে প্রথম ধাপে চারটি ইউনিয়ন থেকে ৭০ জন রোগীকে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর প্রেরণ করা হয়।

শনিবার (২ আগষ্ট) সকাল ১১ টা থেকে উপজেলার হাজিরহাট হামেদিয়া কামিল মাদরাসা থেকে সকলকে পরীক্ষা নিরীক্ষা করে চাঁদপুর প্রেরন করা হয়।

কমলনগর উপজেলা জামায়াতে আমীর মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী আকরাম হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার সাবেক আমীর ডা. নূরউদ্দিন মাহমুদ, কমলনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও. হুমায়ুন কবির, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইব্রাহীম শামীম, পাটোয়ারী হাট ইউনিয়ন পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবদুল আহাদ, চরমার্টিন ইউনিনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ ইব্রাহীম, সাহেবেরহাট ইউনিয়ন জামায়েত ইসলামীর সভাপতি মাস্টার মোঃ লোকমান হোসেন প্রমুখ।

এর আগে ইউনিয়ন পর্যায়ে পৃথক ক্যাম্প করে চোখের ছানি পড়া রোগীদের নির্নয় করে অপারেশনের জন্য বাছাই করা হয়। এতে ১৫০ জনের মধ্যে প্রথম ধাপে ৭০ জনকে প্রেরণ নিশ্চিত করে।

উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা আকরাম হোসাইন জানান, সকল রোগী ও রোগী প্রতি একজন এটেন্ডেন্ট সহ সকলের যাতায়াত, থাকা-খাওয়া, চিকিৎসা ও ঔষধ খরচ মিলিয়ে প্রায় ১২ লক্ষাধিক টাকা ব্যয় হচ্ছে। বিভিন্ন পর্যায়ের অনুদানের টাকায় এ ব্যয় নির্বাহের ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানিয়েছেন তিনি।

উপজেলা জামায়াতের আমির মাও. আবুল খায়ের বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার বিভিন্ন জুলুমের স্বীকারের মাধ্যমে আমাদেরকে জনগণের সেবামূলক কাজ থেকে দূরে রেখেছেন। আলহামদুলিল্লাহ ৫ই আগষ্ট ফ্যাসিস্টদের বিদায়ের পর থেকে আমাদের কার্যক্রম পিছিয়ে নেই। দেশের দূর্যোগ, বন্যা ও মানুষের সুখে দুঃখে বাংলাদেশ জামায়াত ইসলামীর সকল কর্মীগণ জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের ব্যতিক্রমী কার্যক্রমকে ঘিরে সংশ্লিষ্ট পরিবার ও সর্ব মহলে প্রশংসনীয় উদ্যোগ বলে সাড়া যুগিয়েছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!