ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

লালমনিরহাটে ক্রপ কেয়ার ডিভিশন, স্কয়ার এর বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপণ-

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৯:৫০ পিএম

লালমনিরহাটে ক্রপ কেয়ার ডিভিশন, স্কয়ার এর  বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপণ-

লালমনিরহাট প্রতিনিধি:
 

লালমনিরহাট সদর উপজেলার সাপটানা, মাঝাপাড়া ও মহেন্দ্রনগর ইউনিয়নের সংযোগ সড়কে বজ্রপাত নিরোধনে ৫০০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ক্রপ কেয়ার ডিভিশনের, বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইখুল আরিফিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের ম্যানেজার কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান, সেলস ম্যানেজার মো. মিজানুর রহমান, আঞ্চলিক সেলস ম্যানেজার মুরাদ হোসেন,ফিল্ড ম্যানেজার আবু খালেক সহ স্থানীয় কৃষক-কৃষাণীরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, সম্প্রতিক সময়ে বজ্রপাতের ঝুঁকি অনেক বেড়েছে। লালমনিরহাট বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটছে। বজ্রপাতের ঝুঁকি কমাতে লালমনিরহাটে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পি এল সি, ক্রপ কেয়ার ডিভিশন প্রকল্পের আওতায় লালমনিরহাটের  সদর উপজেলার কৃষিপ্রধান এলাকায় সড়কের ধারে তালগাছ রোপণের উদ্যোগ নেয়
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, তালগাছের চারা বড় হলে বজ্রপাত নিরোধে যেমন সহায়ক হবে, তেমনি এই সড়কটি হয়ে উঠবে দৃষ্টিনন্দন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র ক্রপ কেয়ার ডিভিশনের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরে মোট ১০ হাজার তালগাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
  

বর্তমান বাংলাদেশ

Link copied!