ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

রাতুলের সুরক্ষা চেয়ে সংবাদ সম্মেলন করলেন মানবাধিকার জোটের মুখপাত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৮:৫১ পিএম

রাতুলের সুরক্ষা চেয়ে সংবাদ সম্মেলন করলেন মানবাধিকার জোটের মুখপাত্র

 মানবাধিকার সম্মিলিত জোটের মুখপাত্র মো. মঞ্জুর হোসেন ঈসা নাজরাতান নাঈম আহমেদ রাতুলের সুরক্ষা চেয়ে সংবাদ সম্মেলন

 

পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মানবাধিকারকর্মী নাজরাতান নাঈম আহমেদ রাতুলের সুরক্ষা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মানবাধিকার সম্মিলিত জোটের মুখপাত্র মো. মঞ্জুর হোসেন ঈসা। রবিবার (০৩ আগস্ট) বিকাল ৪টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে মঞ্জুর হোসেন ঈসা জানান, গত ৩১ জুলাই পরিবারের সদস্যরা জোরপূর্বক ‘বীকন পয়েন্ট’ মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে রাতুলকে আটকে রাখেন। সেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। বীকন পয়েন্ট মোটা অংকের অর্থের বিনিময়ে একজন সুস্থ ব্যক্তির জীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছে।

 

তিনি জানিয়েছেন, রাতুল একটি কনস্ট্রাকশন কোম্পানির পরিচালক ও মানবাধিকার কর্মী। গত ২৪ জুলাই তিনি মানবাধিকার কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় আশঙ্কা প্রকাশ করেছিলেন, তার পরিবার তাকে মানসিকভাবে অসুস্থ বানিয়ে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। ২০২১ সালে তার স্ত্রী গুলশানের শান্তা টাওয়ারের ৯তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তিন সন্তান ছিল, যার মধ্যে একজনের বয়স ছিল মাত্র ১৩ দিন। ঘটনাটি রহস্যজনক হলেও তাৎক্ষণিকভাবে কোনও তদন্ত ছাড়া দাফন করা হয়। এ ঘটনায় আবারও নতুন করে তদন্তের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

 

একইসঙ্গে রাতুলকে বীকন পয়েন্ট থেকে উদ্ধার করে তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তার স্ত্রীর মৃত্যুর তদন্ত পুনরায় শুরু করতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। এ ছাড়া ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ষড়যন্ত্রের বিষয়ে তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মানবাধিকার সম্মিলিত জোটের চেয়ারম্যান কবি, সমাজবিজ্ঞানী ও লেখক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী, বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশনের চেয়ারম্যান ইব্রাহীম খলিল মজুমদার ও মানবাধিকার নেতৃবৃন্দ।

 


 

বর্তমান বাংলাদেশ

Link copied!