ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

‘হাসিনার বিচার অবশ্যই হতে হবে, না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৫:০৭ পিএম

‘হাসিনার বিচার অবশ্যই হতে হবে, না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না’

 বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষকে শিখিয়েছে যে দেশে কোনো ফ্যাসিস্ট সরকারের স্থান হতে পারে না এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হওয়া উচিত। তিনি বলেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে এর সঙ্গে জড়িত সবার ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

 

রোববার রাজধানীর শাহবাগে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ছাত্রদলের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ছাত্রদলের বর্তমান নেতাকর্মীদের আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, তৎকালীন সময়েও রাজনৈতিক অনেক সংকট ছিল। বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে জুলুমের শিকার হওয়া সত্ত্বেও জুলাই আন্দোলন সফল করতে পেরেছেন।

 

তিনি আরো বলেন, আজকের জুলাই আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশে হেলমেট বাহিনী ছাত্রলীগের কোনো অবস্থান থাকতে পারে না। তিনি বলেন, জুলাই আন্দোলন জানিয়ে দিয়েছে যে, এ দেশে শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে, তা না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না।

 

এ্যানী সকল রাজনৈতিক দলকে জুলাই-আগস্টের প্রত্যাশা পূরণের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, তা না হলে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবো না।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতা ও সাবেক ছাত্রনেতারা।

 

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!