ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

কুকুর হত্যার বিরুদ্ধে জাহ্নবীর কড়া বার্তা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৭:৩৪ পিএম

কুকুর হত্যার বিরুদ্ধে জাহ্নবীর কড়া বার্তা

জাহ্নবী কাপুর। ছবি : সংগৃহীত

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে মরক্কো সরকারের রাস্তার ৩০ লাখ কুকুর হত্যার পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। স্পেন ও পর্তুগালের সঙ্গে বিশ্বকাপের সহ-আয়োজক দেশ হিসেবে মরক্কো এই সিদ্ধান্ত নিয়েছে বলে সিএনএন স্পোর্টস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

কুকুর হত্যার বিরুদ্ধে জাহ্নবীর কড়া বার্তা

পশু কল্যাণ সংস্থাগুলোর দাবি, পর্যটকদের কাছে দেশটিকে পরিচ্ছন্ন দেখানোর লক্ষ্যে এই গণনিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে প্রাণী অধিকার সংগঠন ও পশুপ্রেমীরা প্রতিবাদে ফুঁসে উঠেছে।

যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরও। বলিউডের এই অভিনেত্রী নিজেও একজন পশুপ্রেমী। নৃশংস এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন তিনিও।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘এটা সত্যি হতে পারে না। রাস্তার পশুদের পুনর্বাসনের উপায় রয়েছে। ওদের সবাইকে মেরে ফেলাই যদি সমাধান হয়, তাহলে সেটা তো স্পষ্টতই অপরাধ।’

জাহ্নবীর পোস্ট প্রকাশ্যে আসার পর থেকে অনেকেই তার অবস্থানের প্রশংসা করছেন।

জাহ্নবী কাপুরের বর্তমানে ব্যস্ত সময় যাচ্ছ। এ মাসে তার মুক্তির অপেক্ষায় রয়েছে ‘পরম সুন্দরী’ সিনেমাটি। রোমান্টিক ড্রামা ধাঁচে নির্মিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ২০ আগস্ট। এটি পরিচালনা করেছেন তুষার জলোটা এবং প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস। এতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, যা এই জুটির প্রথম সিনেমা।

বর্তমান বাংলাদেশ

Link copied!