তুরস্ক থেকে ২৫ হাজার মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ১৭৬ কোটি টাকা। বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ২৫ হাজার টন চিনি কেনার উদ্যোগ নিয়েছে সরকার।
বেগালাতা ডেনিজমানলিক হিজমিটলেরি এ.এস ইস্তাম্বুল থেকে কেনা হবে এই চিনি। এতে ব্যয় হবে ১৭৫ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা। প্রতি কেজির দাম পড়বে ১০৬ টাকা ৬০ পয়সা।
বৈঠকে চিনি ছাড়াও সার ও এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
আপনার মতামত লিখুন :