ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

৫৪৮ কোটি টাকা ব্যায়ে ৭০ হাজার টন সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৭:০৮ পিএম

৫৪৮ কোটি টাকা ব্যায়ে ৭০ হাজার টন সার কিনবে সরকার

ছবি- সংগৃহীত

দেশের কৃষি খাতে চাহিদা পূরণের লক্ষ্যে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনতে যাচ্ছে সরকার। এই দুই ধরনের সার আমদানিতে মোট ব্যয় হবে ৫৪৮ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ২৫০ টাকা। 
বুধবার (৬ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।


বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও সৌদি আরবের মা আদেন কোম্পানির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

চুক্তির আওতায় আগের শর্তাবলী অপরিবর্তিত রেখে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর নতুন করে চুক্তি নবায়ন করা হয়। আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে বর্তমানে প্রতি টন ডিএপি সারের দাম পড়ছে ৭৮১ মার্কিন ডলার, ফলে সার আমদানিতে ব্যয় হবে ৩ কোটি ১২ লাখ ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮৩ কোটি ৬২ লাখ ৭২ হাজার টাকা।

এছাড়া, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে কাফকো, বাংলাদেশের কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট ৫.৫০ লাখ টন ইউরিয়া সার কিনতে সংশোধিত চুক্তি অনুযায়ী, এই প্রথম লটে ৩০ হাজার টন ইউরিয়া সরবরাহ করবে কাফকো।

এই পরিমাণ ইউরিয়া সার কিনতে ব্যয় হবে ১ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ২৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১৬৪ কোটি ৯১ লাখ ২৩ হাজার ২৫০ টাকা। প্রতি টন ইউরিয়ার দাম ধরা হয়েছে ৪৪৮.৩৭৫ ডলার।

একই বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাব অনুযায়ী, ‘কনভার্সন অব ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেস অব সিসিসিএল’ প্রকল্পের ব্যয় কমানোর অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে চীনের মেসার্স নানজিং সি-হোপ সিমেন্ট ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড দায়িত্ব পালন করছে।

প্রকল্পটির মূল চুক্তি মূল্য ছিল ৭ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার ৮০০ ডলার, যা ২০ লাখ ১৩ হাজার ৩৫৫ ডলার কমিয়ে এখন নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ৪৪৫ ডলার।

বর্তমান বাংলাদেশ

Link copied!