ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

নাটোরে অটোরিক্সার ছিনতাই এর ঘটনায় আটক-৭

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৮:১৬ পিএম

নাটোরে অটোরিক্সার ছিনতাই এর ঘটনায় আটক-৭

ছবি বর্তমান বাংলাদেশ

নাটোরে অটো রিক্সা ছিনতাই এর ঘটনায় শাকিল (১৯), মোঃ সাইদ(১৯), মোঃ রুবেল(১৯), মো জায়েদির হোসেন, মোঃ ইনছাইন হোসেন (৩৬) এবং মোঃ আবু সাঈদ(২৫) নামের ৭ যুবককে গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংএ এই তথ্য জানান পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম। পুলিশ সুপার জানান গত ১৪ অক্টোবর রাত্রি সাড়ে আটটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এলাকা থেকে যাত্রি বেশে জনৈক আব্দুল খালেক নামের এক অটোচালকের অটো রিক্সায় উঠে এই সঙ্গবদ্ধ ছিনতাইকারীরা। অটো রিক্সাটি কালেক্টরেট স্কুলের সামনে দিয়ে গুনারি গ্রাম বড় আম বাগানের পাশে যায়। সেখানে তারা অটো রিক্সাচালক আব্দুল খালেককে মারধর করে অটো রিক্সা থেকে নামিয়ে দেয়। পরে তারা নগদ ৬৫০০ টাকা এবং মোবাইল ফোন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে আব্দুল খালেক বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের সূত্র ধরে পুলিশ দ্রুততার সাথে বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। সে সময় তাদের দেওয়ার তথ্য মতে সেই স্থান থেকে অটো রিকশাটি উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

বর্তমান বাংলাদেশ

Link copied!