ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

জলঢাকায় জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান (জলঢাকা) নীলফামারী

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ১০:১০ পিএম

জলঢাকায় জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি বর্তমান বাংলাদেশ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক ভয় পাবো না দাপটে - জবাব দিবো ব্যালটে এ প্রতিপাদ্য সামনে রেখে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ সখল পেশাজীবীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার আইডিয়াল কলেজ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের উপজেলা সভাপতি উমর ফারুক এমএসসি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর কর্মপরিষদ সদস্য ও ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাক   রিংকু। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা নায়েবে আমীর ড.খায়রুল আনাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম নীলফামারী-০৩ সংসদীয় (জলঢাকা আসন) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি জামায়াতে ইসলামী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য, প্রভাষক ছাদের হোসেন জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা আমীর মোকলেছুর রহমান মাষ্টার জামায়াতে ইসলামী, উপজেলা নায়েবে আমীর ও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান জামায়াতে ইসলামী উপজেলা সহকারী সেক্রেটারি প্রভাষক এ এ এম মুজাহিদ মাসুম প্রমুখ। মতবিনিময় আলোচনায় সভায় শিক্ষক, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিরসন ও ন্যায্য গণতন্ত্র প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির নির্বাচন সময়ের দাবি নিয়ে মতবিনিময় করেন। তারা আরও বলেন, দেশে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পেশাজীবী সমাজকে নেতৃত্বের দায়িত্ব নিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে নৈতিক ও আদর্শভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই।
আলোচনার এক পর্যায়ে পাঁচ দফা পিআর পদ্ধতির নির্বাচন বাস্তবায়ন করতে হবে এবং বর্তমান প্রধান উপদেষ্টা করবে সেটা আমরা আসা বাদি এই প্রস্তাবের ওপর বিস্তারিত মতবিনিময় হয়। বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন যে এই পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের প্রকৃত মতামত ও ভোটের মূল্য সংরক্ষিত হবে, যা দেশের রাজনীতিতে ন্যায় ও ভারসাম্য ফিরিয়ে আনবে।
সভা শেষে পেশাজীবী সমাজের পক্ষ থেকে জাতীয় ঐক্য ও আদর্শিক রাজনীতির ধারা জোরদারে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করা হয়। পরিশেষে অনুষ্ঠানটি সভাপতির বক্তব্যে শেষ বলে ঘোষণা দেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!