ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

জুবিনের মৃত্যুরহস্য, ন্যায়বিচার চেয়ে যা বললেন গরিমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৭:০১ পিএম

জুবিনের মৃত্যুরহস্য, ন্যায়বিচার চেয়ে যা বললেন গরিমা

জুবিন গর্গ ও গরিমা গর্গ । ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু যেন এখনো এক অনির্বচনীয় রহস্যের জালে বন্দি। ঘটনার ২৪ দিন পেরিয়ে গেলেও প্রশ্নের চেয়ে উত্তর কম, আর শোকের সঙ্গে মিশে আছে ক্ষোভ ও কৌতূহল। পুলিশ সাতজনকে গ্রেপ্তার করলেও প্রতিদিনই বেরিয়ে আসছে নতুন তথ্য, নতুন মোড়। এরই মাঝে স্বামীর আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়া স্ত্রী গরিমা গর্গ এক আবেগময় আবেদন জানিয়েছেন।

 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি নিজেদের বিয়ের পরের একটি পুরোনো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন গরিমা। ছবিটি ২০০২ সালের। একটি ম্যাগাজিনের জন্য তোলা এই ছবিতে সিঁথিতে সিঁদুর পরে একেবারে নববধূর রূপে দেখা যাচ্ছে গরিমাকে।

 

স্বামীর উদ্দেশে সেই ছবিতে তিনি লিখেছেন, ‘আমাদের সম্পর্ক চিরদিনের। আমরা আবারও শিগগিরই এক জায়গায় হব। আপাতত আমাকে এতটাই শক্তি দাও যাতে তোমার ন্যায়বিচার পেতে পারি।’ এই বার্তা যেন জুবিনপত্নীর একার নয়, জুবিনের লাখো অনুরাগীরও আর্তি।

 

এদিকে জুবিনের মৃত্যুর বেশ কয়েকদিন কেটে গেলেও ঘটনার সঙ্গে আরও কে বা কারা জড়িত, সেই প্রশ্ন এখনও অমীমাংসিত।

তাই দ্রুত তদন্তের দাবি জানিয়ে গরিমা বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই। কোনো সমস্যা চাই না এবং শান্তিপূর্ণভাবে বিচার চাই।’ জুবিন গর্গের মতো একজন কিংবদন্তি শিল্পীর মৃত্যু যে নিছক দুর্ঘটনা নয়, বরং তার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে এমন সন্দেহে যখন ভক্তকুল উত্তাল, তখন জুবিনের স্ত্রীর এই আবেদন পুরো ঘটনাটিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এলো।

বর্তমান বাংলাদেশ

Link copied!