ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত। শুক্রবার সন্ধ্যায় তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন।
এ সময় গোলাম আজম সৈকত বলেন, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই একমাত্র পথ।
গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। তারা সরকারের নানামুখী ব্যর্থতা ও জনগণের দুঃখ-কষ্টের কথা তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :