ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন: ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৮:৫৫ পিএম

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন: ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি বর্তমান বাংলাদেশ

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগস্থল ছিঁড়ে গেছে। এতে দুই বগি বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন অতিক্রম করার পর মোমিনছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনার শিকার হয় পাহাড়িকা এক্সপ্রেস।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আনুমানিক সাড়ে ৩টার সময় কুলাউড়া স্টেশন ছেড়ে যায়। প্রায় ৪০ মিনিট পর ট্রেনটি ভাটেরা স্টেশন অতিক্রম করে মোমিনছড়া চা বাগান এলাকায় গেলে হঠাৎ করে দুটি বগির সংযোগস্থলে ছিঁড়ে যায়।
ট্রেন যাত্রী সোহেল জানান, বিকট শব্দে বিচ্ছিন্ন হয়ে গেলে ট্রেনটি থেমে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কুলাউড়া স্টেশন মাস্টার রুমান আহমদ জানান, কুলাউড়া থেকে ইঞ্জিনিয়ার ও মেকানিক টিম ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি মেরামত করলে পরে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। প্রায় ৩ ঘণ্টা পর কাপলিংক মেরামত করা হলে সিলেটের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

বর্তমান বাংলাদেশ

Link copied!