নেত্রকোনার মোহনগঞ্জে জয় আহম্মেদ (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে জখম করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে পৌরশহরের থানা রোডে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে অভিযুক্ত আটোরিকশা চালক আকাশ মিয়াকে (১৯) আটক করেছে পুলিশ।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক আকাশ মিয়া মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকার অবুল মিয়ার ছেলে।
আর আহত জয় আহম্মেদ পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দশধরী (পূর্বপাড়া) গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয় আহম্মেদ একটি কোম্পানির বিক্রয় কর্মী হিসেবে মোহনগঞ্জে কর্মরত। আজ বিকালে মালামাল সরবরাহের জন্য পৌরশহরের থানা রোডের দৌলতপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে যান জয়। তার ব্যবহৃত ভ্যানটি দোকানের সামনে রাখেন। এসময় আকাশ মিয়া তার অটোরিকশাটি পাশে রাখতে গিয়ে উভয়ে দ্বন্দ্বে জড়ান। একপর্যায়ে লোকজন নিয়ে জয়ের ওপর হামলা চালায় আকাশ। এতে জয়ের হাত ও মাথায় ছুরিকাঘাত করে আকাশের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় উপস্থিত লোকজন। প্রাথমিক চিকিৎসা শেষে জয়কে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
এদিকে খবর পেয়ে আকাশকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত আকাশকে আটক করা হয়েছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :