ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল (নেছারাবাদ) মাদরাসা এবারের আলিম পরীক্ষার ফলাফলেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। মাদরাসা শিক্ষা বোর্ডে তৃতীয় স্থান অধিকার করে প্রতিষ্ঠানটি আবারও জেলার শিক্ষাঙ্গনে শীর্ষস্থানে রয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এবছর এই প্রতিষ্ঠানের পাসের হার দাঁড়িয়েছে শতকরা ৯৮.৫০ শতাংশ। বিজ্ঞান ও সাধারণ বিভাগ মিলিয়ে মোট ২৬৬ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে কৃতকার্য হয়েছে ২৬২ জন। উত্তীর্ণদের মধ্যে জিপিএ–৫ পেয়েছে ১০৭ জন শিক্ষার্থী, এ গ্রেড পেয়েছে ১০৩ জন এবং বাকীরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বলেন, “শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষক মণ্ডলীর আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতায় এই সাফল্য সম্ভব হয়েছে।”
দীর্ঘদিন ধরে ঝালকাঠি এনএস কামিল মাদরাসা জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম ধরে রেখেছে। প্রতি বছরই এ প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী মাদরাসা শিক্ষা বোর্ডে সাফল্য অর্জন করে আসছে।
আপনার মতামত লিখুন :