ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

প্রতিদ্বন্দ্বী নয়, নির্বাচনী প্রক্রিয়া আমাদের মূল লক্ষ্য” — নাসের রহমান

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৭:১২ পিএম

প্রতিদ্বন্দ্বী নয়, নির্বাচনী প্রক্রিয়া আমাদের মূল লক্ষ্য” — নাসের রহমান

ছবি বর্তমান বাংলাদেশ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, “আমরা প্রতিদ্বন্দ্বী নিয়ে চিন্তিত নই, কিন্তু নির্বাচনী আমেজ ও প্রক্রিয়া বজায় রাখবো। এর জন্য যা যা করণীয়, আমরা তা করবো। নির্বাচনী প্রাক-প্রস্তুতি নিয়মিতভাবে চালিয়ে যাবো এবং সকলের সহযোগিতা কামনা করছি।”

বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার উত্তর প্রান্ত খলিলপুর ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে জনসংযোগ কার্যক্রম শুরু করেন তিনি।
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এই জনসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

জনসংযোগকালে নাসের রহমান শেরপুর, লামুয়া বাজার, গোরারাই বাজার ও কাটারাই বাজারসহ বিভিন্ন স্থানে পথচারী, দোকানদার ও ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

এ সময় প্রতিটি বাজারে সাধারণ জনতা তাকে একনজর দেখার জন্য ঘিরে ধরেন। অনেকে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। দোকানদার থেকে শুরু করে পথচারী—সবার সঙ্গেই তিনি হাত মেলান, হাসিমুখে কথা বলেন, বুকের কাছে টেনে নেন সাধারণ মানুষকে।
সব মিলিয়ে জনসংযোগের পুরো পরিবেশে নির্বাচনী উৎসবের এক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

লিফলেট বিতরণ শেষে নাসের রহমান বলেন, “আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখা দিয়েছেন। এটি শুধু রাজনৈতিক নয়— এটি রাষ্ট্র পুনর্গঠনের পূর্ণাঙ্গ পরিকল্পনা। স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসনসহ প্রতিটি খাতে বাস্তবভিত্তিক পরিকল্পনা এতে অন্তর্ভুক্ত রয়েছে। জনসংযোগের মাধ্যমে আমরা এই রূপরেখা জনগণের কাছে পৌঁছে দিতে চাই।”

তিনি আরও জানান, “আজ থেকে সদর উপজেলার ১২টি ইউনিয়নে বাজারভিত্তিক জনসংযোগ চলবে। এরপর শুরু হবে ওয়ার্ডভিত্তিক বৈঠক।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত, আলহাজ্ব মো. বদরুল আলম, বকসি মিসবাহ উর রহমান, মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিউর রহমান শফি, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, খলিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ মো. সিরাজ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, মনুমুখ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোস্তফা মিয়া, সিনিয়র সহসভাপতি আব্দুল হক শেফুল, চেয়ারম্যান শাহ ইমরান সাজু, আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফখরুজ্জামান, জেলা তাঁতীদলের সাবেক সদস্য সচিব সফিউল আলম জগলু, যুবদল নেতা লায়েক আহমেদ চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বর্তমান বাংলাদেশ

Link copied!