ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

রাজনৈতিক দলের মূল কমিটিতে ৩৩% নারী অন্তর্ভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৪:৪০ পিএম

রাজনৈতিক দলের মূল কমিটিতে ৩৩% নারী অন্তর্ভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ছবি: বর্তমান বাংলাদেশ।

“নারীর রাজনৈতিক ক্ষমতায়ন হোক পরিবর্তনের অঙ্গীকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দ মানববন্ধন করেছে। রাজনৈতিক দলের মূল কমিটিতে ৩৩% নারী অন্তর্ভুক্তির দাবিতে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব সামনে বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দ ঝালকাঠি জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, উপজেলা বিএনপি সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন, নলছিটি পৌর মহিলা দল সভাপতি নাজমা কলি, মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন কুমকুম, এনসিপি নেতা মুয়াবিয়া মাকনুন।  

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধান নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছে। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীদের অংশগ্রহণ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। রাজনৈতিক দলে নেতৃত্বের আসনে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন ও সত্যিকারের গণতন্ত্র সম্ভব নয়।

বক্তারা আরও বলেন, দেশের অগ্রযাত্রায় নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই সকল দলের কেন্দ্রীয়সহ সকল স্তরের মূল কমিটিতে অন্তত ৩৩% নারী সদস্য নিশ্চিত করা এখন সময়ের দাবি। অংশগ্রহণকারীরা নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে টেকসই পরিবর্তনের ভিত্তি হিসেবে তুলে ধরে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মানববন্ধনে ঝালকাঠি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দ, সমাজকর্মী, শিক্ষক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশনেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!