নওগাঁয় স্থানীয় পর্যায়ে তৃণমূল সিএসও`দের আইনগত সহায়তা প্রদানে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা বিডিও (BDO) এবং ব্লাস্ট (Blast) এর আয়োজনে অ্যাকশনএইড (Actionaid) এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বুধবার ৬ আগষ্ট বিকেলে সদর উপজেলা সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিডিও`র নির্বাহী পরিচালক আকতার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা লিগ্যালএইড অফিসার ও সিনিয়র সহকারী জজ আরিফুর রহমান।
ব্লাস্ট এর লিগাল স্পেশালিস্ট এডভোকেট রবিউল হোসেন মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আমিনা খাতুন, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক নূর মোহাম্মদ, রানি এনজিও`র প্রধান নির্বাহী পরিচালক ও নাগরিক সংযোগ (হাব) এর সভাপতি ফজলুল হক খান এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বেলায়েত হোসেন। এছাড়াও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুশীল প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন বিডিও`র জেলা সমন্বয়কারী শামসুল হক।
এর আগে সবার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও ব্লাস্ট`র কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
এরপর নাগরিক সংগঠন (সিএসও)`র প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
উপস্থিত বিশেষ অতিথিরা আইনগত সহায়তা বিষয়ক করণীয় সম্পর্কে তাদের দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন এবং আলোচনায় তৃণমূলের মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় সেটা নিয়ে আলোচনা করেন। পরিশেষে উপস্থিত সকলে বিডিও এবং ব্লাস্ট এর এমন আয়োজন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :