ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

শিক্ষায় সংস্কার আনতে না পারলে শিক্ষকগণ প্রকৃত মর্যাদা পাবেন না : কোটা সংস্কার আন্দোলনের রূপকার আবদুল অদুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৮:৩৬ পিএম

শিক্ষায় সংস্কার আনতে না পারলে শিক্ষকগণ প্রকৃত মর্যাদা পাবেন না : কোটা সংস্কার আন্দোলনের রূপকার আবদুল অদুদ

ছবি বর্তমান বাংলাদেশ

শিক্ষায় সংস্কার আনতে না পারলে শিক্ষকগণ প্রকৃত মর্যাদা পাবেন না উল্লেখ করে কোটা সংস্কার আন্দোলনের রূপকার ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ বলেছেন, পদমর্যাদায় (গ্রেড) ও বেতন কাঠামোয় (স্কেল) ব্যাপক পরিবর্তন এনে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করে ঢেলে সাজাতে হবে, যেন শিক্ষকতাই তরুণদের প্রথম পছন্দ হয়। তার মতে, দেশে সংবিধান অনুযায়ী একমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যখন সিলেবাস হবে কর্মমুখী, বাস্তবভিত্তিক, ধর্মমুখী ও ভাষাজ্ঞান নির্ভর।
তিনি আজ সোমবার নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বন্দর উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  
                                                                                                                                                                                                                                                                                ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা নির্বাচন অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলমগীর হোসেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা সভাপতি প্রিন্সিপাল এ এইচ এম শামীম আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম, বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহবায়ক মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, সহ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি হাসান মজুমদার বাবলু, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. শাহ আলম ও জাকির হোসেন, ফতুল্লা থানার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী রতন প্রমুখ। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বন্দর উপজেলা সভাপতি হাসান কবির, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বন্দর উপজেলার সাধারণ সম্পাদক আইরিন সুলতানা ও উপস্থাপনা করেন সহ সভাপতি বাবু ছারোয়ার।
          
প্রধান অতিথি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটির সাবেক প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আবদুল অদুদ আরও বলেন, একটি দেশে ১৪ রকম শিক্ষা ব্যবস্থা চলতে দেয়া যায় না। কেননা, চলমান শিক্ষাব্যবস্থার কারণেই আমরা আজ বিভাজিত জাতি আর আমাদের মধ্যে এত বৈষম্য। একটি শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো চাই, যেন আমাদের অনাগত প্রজন্ম শিক্ষকতা পেশাকেই তাদের ক্যারিয়ারের প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়।                                                                                                                                  শেষে উদ্বোধক, প্রধান অতিথি, প্রধান আলোচক ও বিশেষ অতিথিবৃন্দ বন্দর উপজেলার অভিষিক্ত কমিটির নেতৃবৃন্দকে ফুল ও সনদ দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বর্তমান বাংলাদেশ

Link copied!