ঝালকাঠিতে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের ষাটপাকিয়া এলাকায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হন ভাঙারী ব্যবসায়ী শাহ আলম ।
অপরদিকে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আহত নির্মাণ শ্রমিক শাহ আলম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৭ দিনপর গতকাল মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের ষাটপাকিয়া পেট্রোল পাম্প এলাকায় দুইটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ভাঙারী ব্যবসায়ী শেখ শাহ আলম (৪২)। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহ আলম গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের মৃত শেখ আবতুর ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাস্থল থেকে একটি সিএনজি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামের নির্মাণ শ্রমিক শাহ আলম খলিফা (৩৮) বৃহস্পতিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৩ অক্টোবর ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় মাহিন্দ্রা ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। ওই ঘটনায় নয়জন আহত হয়েছিলেন। শাহ আলম খলিফার জানাজা শুক্রবার সকাল ৯টায় পশ্চিম ইন্দ্রপাশা খায়গোবাড়ি এলাকায় অনুষ্ঠিত হয়। তিনি দুই শিশু সন্তানের জনক। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

 
               
             
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার মতামত লিখুন :