ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

নীলফামারীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

আসাদুজ্জামান (জলঢাকা) নীলফামারী

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ১০:২৪ পিএম

নীলফামারীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

ছবি বর্তমান বাংলাদেশ

নীলফামারী জেলার চারটি উপজেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫”। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার জলঢাকা, কিশোরগঞ্জ, ডোমার ও ডিমলা উপজেলাসহ চারটি কেন্দ্রে মোট ৪,৩০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জলঢাকা উপজেলায় দুটি কেন্দ্রে- জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, এছাড়া ডিমলার রানী বিন্দা রানী উচ্চ বিদ্যালয় ও ডোমার ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, আর শিক্ষার্থীদের মুখে ছিল উৎসাহ ও উদ্দীপনার ছাপ।

চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত (স্কুল ও মাদরাসা) শিক্ষার্থীরা এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। অংশগ্রহনকারী শিক্ষাথীদের জন্য ৩লক্ষ টাকা ট্যালেন্টপুল ও সাধারণবৃত্তি প্রদান করা হবে এবং সর্বোচ্চ মেধা অর্জনকারী শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হবে এবং বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের  সনদপত্র প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন,
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেসুর রহমান মাস্টার,
জলঢাকা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান,
কিশোরকণ্ঠ ফোরাম নীলফামারী জেলা চেয়ারম্যান তাজমুল হাসান সাগর,
সাংবাদিকবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরীক্ষা শেষে অতিথিরা বলেন, এই মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা ও তাদের পাঠাভ্যাসে আগ্রহ সৃষ্টি করাই মূল উদ্দেশ্য।

সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় কিশোরকণ্ঠ ফোরাম নীলফামারী জেলা চেয়ারম্যান তাজমুল হাসান সাগর আয়োজক ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!