খুলনার দাকোপের পশ্চিম ঢাংমারী গ্রামে পর্যটন ও লোকসংস্কৃতির মেল বন্ধনের লক্ষ্যকে সামনে রেখে নাটক “বনবিবি”-এর কর্মশালা ও ওরিয়েন্টাল থিয়েটারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার পিয়ালী ইকো রিসোর্ট এন্ড কালচারাল সেন্টার এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ও  থিয়েটার নির্দেশক  কাজী আনিসুল হক বরুন, বানিশান্তা ইউপি সদস্য দিলীপ কুমার মন্ডল, রিসোর্ট মালিক অ্যাসোসিয়েশন অব  সুন্দরবন (রোয়াস)–এর সদস্য ও বনলতা ও নিকুঞ্জ  রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক সুদীপ্ত গাইন, নাট্যশিল্পী শিপলী রায়, পিয়ালী ইকো রিসোর্ট এন্ড কালচারাল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কামাল খান।
সভার সভাপতিত্ব করেন পিয়ালী ইকো রিসোর্ট এন্ড কালচারাল সেন্টারের চেয়ারম্যান কবি আঁখি সিদ্দিকা। আরও উপস্থিত ছিলেন দাকোপ উপজেলায় অবস্থিত অন্যান্য রিসোর্ট মালিকসহ দাকোপ উপজেলার স্থানীয় বাসিন্দারা ও বুড়ি ডাবুর এএসপি মডেল স্কুলের শিক্ষার্থীরা।
অভিনেতা ও  থিয়েটার নির্দেশক কাজী আনিসুল হক বরুন বলেন, ওরিয়েন্টাল থিয়েটার একটি সৃজনশীল নাট্যসংগঠন, যার উদ্দেশ্য বাংলাদেশের লোকজ ঐতিহ্য, সাহিত্য এবং লোককাহিনীর ঐশ্বর্যকে আধুনিক নাট্যভাষার মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করা।
পিয়ালী ইকো রিসোর্ট এন্ড কালচারাল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কামাল খান লোকজ সংস্কৃতি, প্রকৃতি এবং কমিউনিটি পর্যটনের সম্ভাবনাকে এক নতুন মাত্রায় তুলে ধরে জানান, পশ্চিম ঢাংমারী গ্রামকে ইউনেস্কো কর্তৃক পর্যটন গ্রাম ঘোষণার স্বপ্ন তিনি দেখেন ও বিশ্ব ঐতিহ্য হিসেবে "বনবিবি উৎসব"কে ঘোষণার জন্য চেষ্টা করছেন।

 
               
             
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার মতামত লিখুন :