ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ মৌলভীবাজারে

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৮:২৯ পিএম

৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ মৌলভীবাজারে

ছবি: বর্তমান বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে মৌলভীবাজার জেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করা করেছেন।

আজ মঙ্গলবার (২৮অক্টোবর)  মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকা সহ বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি লিফলেট বিতরণ করেন।

এ সময়  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে অবহিত করেন তিনি।

লিফলেট বিতরণকালে নাসির আহমদ শাহীন বলেন, বাংলাদেশের বর্তমান অচল রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাকে পুনর্গঠনের লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা হচ্ছে একটি যুগান্তকারী রূপরেখা। দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রত্যাশায় মুখিয়ে আছে। এই ৩১ দফাই সেই মুক্তির দিশা দেখাবে।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন, যার মধ্যে রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক প্রশাসন, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, এবং প্রবাসী কল্যাণে নীতিগত পরিবর্তনসহ জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা।

কর্মসূচি শেষে তিনি শেরপুর বাজার স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান।

বর্তমান বাংলাদেশ

Link copied!