ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

এইচএসসিতে সাতক্ষীরার তিনটি কলেজে পাস করেনি একজনও

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৭:৩২ পিএম

এইচএসসিতে সাতক্ষীরার তিনটি কলেজে পাস করেনি একজনও

ছবি: সংগৃহীত

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাতক্ষীরা জেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। এ বছর এসব প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। স্ব-স্ব কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকরা বিষয়টি নিশ্চিত করেছেন।
শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, সাতক্ষীরা ইসলামীয়া মহিলা কলেজ, আখড়াখোলা আইডিয়াল কলেজ এবং সাতক্ষীরা কমার্স কলেজ।


সাতক্ষীরা ইসলামীয়া মহিলা কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেন বলেন, আমাদের কলেজ থেকে নয়জন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নেন। কিন্তু কেউই পাস করতে পারেনি। এদের মধ্যে চারজন মেয়ের বিয়ে হয়ে গেছে, বাকি পাঁচজনের পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় নিয়মিত ক্লাসে আসেনি। অনেকে আবার বলেছে, পাশের হার খারাপ হয়ে যাবে বলে পরীক্ষা দেবে না। এখন পুরো প্রতিষ্ঠানের জন্য এটা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, সাতক্ষীরা কমার্স কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান জানান, আমাদের কলেজ থেকে মোট তিনজন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। তাদের মধ্যে দুইজন পরীক্ষা দিয়েছে, তবে কেউই পাস করতে পারেনি।

এছাড়া আখড়াখোলা আইডিয়াল কলেজের অধ্যক্ষের মোবাইল নম্বর বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


সাতক্ষীরা জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল খায়ের জানান, যশোর শিক্ষা বোর্ড থেকে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ফল পাঠানো হচ্ছে। তাই সম্পূর্ণ তথ্য হাতে পেতে কিছুটা সময় লাগছে। এছাড়াও অনেক উপজেলায় শিক্ষা অফিসার না থাকায় দায়িত্ব প্রাপ্ত অন্য কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন।

বর্তমান বাংলাদেশ

Link copied!