ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

আত্রাইয়ে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই, নানা প্রশ্ন জনমনে

নাজমুল হোসাইন সেন্টু, আত্রাই (নওগাঁ)

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৬:০৬ পিএম

আত্রাইয়ে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই, নানা প্রশ্ন জনমনে

ছবি বর্তমান বাংলাদেশ

 নওগাঁর আত্রাইয়ে ধান ব্যবসায়ীর কাছ থেকে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি গত বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টার দিকে উপজেলার আত্রাই-পতিসর সড়কের বাঁকা ডবল ব্রিজের পূর্বদিকে ঘটেছে।

জানা যায়, উপজেলার ভোঁপাড়া গ্রামের রফিকুল ইসলাম আকন্দ ওরফে সন্তে’র ছেলে ধান ব্যবসায়ী সবুজ (৩০) ও তার ছোট ভাই সজিব (২৮) বৃহস্পতিবার সন্ধ্যায় পতিসর থেকে ধানের পাওনা ৭ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি আসছিলেন।

পথিমধ্যে বাঁকা ডবল ব্রিজের পূর্বদিকে পৌঁছলে পিছন থেকে ৪ টি মোটর সাইকেল তাকে ওভারটেক করে ৭/৮ জন ছিনতাইকারী তার পথ রোধ করে তাদেরকে মারপিট করে ৭ লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এলাকাবাসী অনেকের দাবি ঘটনাটি রহস্য জনক। আদৌ এটি সাজানো নাটক কি না তা নিয়ে এলাকায় ব্যপক জল্পনা কল্পনা চলছে।

সবুজের বড় ভাই ইউপি সদস্য বিপ্লব হোসেন বলেন, আমার ভাইকে মারপিট করে ৭ লাখ ৪৪ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। সংবাদ পেয়ে আমি কাশিয়াবাড়ি স্লুইচগেট এলাকা থেকে তাদেরকে বাড়িতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করিয়েছি।

টাকা হারিয়ে সবুজ এখন ভারসম্যহীন হয়ে পড়েছে। এ জন্য এখন পর্যন্ত থানায় কোন মামলা বা অভিযোগ করা হয়নি। তিনি সুস্থ্য হলে অভিযোগ করা হবে।

আত্রাই থানার ওসি মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে আমি পুলিশসহ ঘটনাস্থলে গিয়েছিলাম। পতিসর থেকে টাকা গ্রহন ও ঘটনাস্থলে পৌঁছা পর্যন্ত সময়ের অনেক ব্যবধান। এ ছাড়াও বিভিন্ন বিষয়ে তদন্ত চলমান। ঘটনার আসল রহস্য উৎঘাটনের চেষ্টা চলছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!