ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

শ্রীমঙ্গলে ইলেক্ট্রিক বাইকের বিক্রয় সেবা উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৩:২২ এএম

শ্রীমঙ্গলে ইলেক্ট্রিক বাইকের বিক্রয় সেবা উদ্বোধন

ছবি বর্তমান বাংলাদেশ

বাংলাদেশের গ্রাহকদের অন্যতম জনপ্রিয় বাহন ইলেক্ট্রিক বাইকের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় পর্যটন নগরী শ্রীমঙ্গলের গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের চেয়ারম্যান খাজা টিপু সুলতান টি রিসোর্টের হল রুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন। এ সময় মৌলভীবাজার জেলার বিভিন্ন শ্রেণী ও পেশার ছয় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

এসময় খাজা টিপু সুলতান বলেন,শ্রীমঙ্গলকে আলাদাভাবে পরিচিত করতে এখানে এ রিসোর্টের পথযাত্রা শুরু করা হয়। এলাকার মানুষের ভালোবাসা ও সবার সহযোগিতা নিয়ে আমাদের প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ঋণমুক্ত হয়েছে। মানুষের ভালোবাসা পেয়ে আমি এই এলাকায় আমার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এখানে গড়ে তুলেছি রশনি অটো রাইস মিল ও পলি ফাইবার মিল। যাহা সুনাম ও সফলতার সহিত ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। ওই দুটি প্রতিষ্ঠানও ব্যাংক থেকে দায় মুক্ত হয়েছে বলে তিনি জানান।

তিনি এসময় আরও বলেন,এ এলাকার মানুষের ভালোবাসায় আমি রশনি পলি ফাইবার মিলের ৫০% শেয়ার অবমুক্ত করতে চাই। যারা আমার ব্যবসায় বিনিয়োগ করতে চান তারা যোগাযোগ করতে পারেন বলে জানান।

তিনি বলেন,শ্রীমঙ্গল পর্যটন এলাকা দেশ ও বিদেশ থেকে বিভিন্ন পর্যটকরা বেড়াতে আসেন এ এলাকায়। তাদের ও অন্যান্য পেশার মানুষের সুবিধার কথা চিন্তা করে এই ইলেক্ট্রিক বাইকের শুভ যাত্রা করা হয়েছে। যারা এই বাইকটি ক্রয় করতে চান শ্রীমঙ্গলে এই প্রতিষ্ঠান থেকে এটা ক্রয় করতে পারেন। বিভিন্ন মডেলের এই বাহনটি নারী ও পুরুষ পছন্দ মত কালার ও সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে বলে তিনি জানান। তিনি ঠিক করে রেখেছেন শ্রীমঙ্গলেই যেন তার জীবনের শেষ ঠিকানা হয়,এর জন্য জান্নাতুল ফেরদৌস মসজিদ ও কবরস্থান গড়ে তুলেছেন। শ্রীমঙ্গলের মানুষ ও প্রকৃতিকে ভালোবেসে তিনি শ্রীমঙ্গলীয়ান বলে নিজকে গর্ববোধ করেন বলে জানান।

বর্তমান বাংলাদেশ

Link copied!