ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

রাজাপুরে বিএনপি নেতা নাসিম আকন এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৬:৫৮ পিএম

রাজাপুরে বিএনপি নেতা নাসিম আকন এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ছবি বর্তমান বাংলাদেশ

সদ্য প্রয়াত ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসিম উদ্দিন আকন এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ৬নং মঠবাড়ী ইউনিয়ন যুবদলের আয়োজনে মঙ্গলবার বিকেলে মঠবাড়ী মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও মঠবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক নান্টু। বিশেষ অতিথি ছিলেন 
মঠবাড়ী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল রহমান ফোরক, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রিয়াজ খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাড. মনির হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুজ্জামান মনিরসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সহ মাদ্রাসা ও এতিম খানার  শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠানে নাসিম উদ্দিন আকন এর স্মৃতি চারণ করে কান্নায় ভেঙে পড়ে বক্তারা। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে এবং আল্লাহর কাছে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয় । আত্মার মাগফেরাত কামনা করে আলহাজ্ব  মো: নাসিম উদ্দিন আকন যেনো জান্নাতবাসী হোন, মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা জানিয়ে তার জন্য দোয়া করা হয়। দোয়া কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন  হাফেজ মাওলানা মো. আল আমিন।

বর্তমান বাংলাদেশ

Link copied!