ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

গণতন্ত্র ও দেশের স্বার্থকে সব রাজনৈতিক এজেন্ডার ঊর্ধ্বে রাখতে হবে ডা. জাহিদ হোসেন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৮:০৩ পিএম

গণতন্ত্র ও দেশের স্বার্থকে সব রাজনৈতিক এজেন্ডার ঊর্ধ্বে রাখতে হবে    ডা. জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনও সেই লক্ষ্য সামনে রেখে কাজ শুরু করেছে। গণতন্ত্র ও দেশের স্বার্থকে সব রাজনৈতিক এজেন্ডার ঊর্ধ্বে রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা যুবদল আয়োজিত কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালিতে অংশগ্রহণের পূর্বেই প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “দুঃখের বিষয়, যে ঐক্যের মাধ্যমে এ দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছিল যে ঐক্যের কারণে বাংলাদেশের মানুষ আবারও গণতন্ত্রের স্বপ্ন দেখতে শুরু করেছে  আজ সেই ঐক্যের ভেতরেই কেউ কেউ ফাটল ধরানোর অপচেষ্টা করছে।

তিনি আরও বলেন আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই এই বাংলাদেশ সবার। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, নিজ নিজ রোডম্যাপ থাকতে পারে কিন্তু আমাদের সবার মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। গণতন্ত্র ও দেশের স্বার্থকে সব রাজনৈতিক এজেন্ডার ঊর্ধ্বে রাখতে হবে। গণতন্ত্র রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন যে কোনো ষড়যন্ত্রের মুখেও জনগণকে গণতন্ত্র থেকে দূরে রাখা যাবে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুরাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু,  সাবেক সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বর্তমান বাংলাদেশ

Link copied!