ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে মিলিত হয়।
পরে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি এ্যর্টনি জেনালের জহিরুল হক সুমন, যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান, যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজু।
বক্তারা বলেন, সারা বাংলাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গন জোয়ার ধরে রাখতে যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন :