ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কৈখালী বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. ফয়জুল হক এর পক্ষে এক নির্বাচনী কর্মী সম্মেলন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী চেচঁরী রামপুর ইউনিয়নের উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় কৈখালী বাজার রিয়াজুল জান্নাহ মসজিদ ঈদগাহ মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
চেঁচরী রামপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. শামীম লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এডভোকেট হাফিজুর রহমান।
প্রধান অতিথি এডভোকেট হাফিজুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে যেতে হবে। আগামী ফেব্রুয়ারির আগেই গণভোট নিয়ে বিরোধিতা দুঃখজনক। তিনি নির্বাচনের আগে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির দাবি জানান এবং দেশকে অস্ত্র মুক্ত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিমুক্ত দল। তিনি আগামী নির্বাচনে ঝালকাঠি-১ আসনে ড. ফয়জুল হকের পক্ষে দাঁড়িপালা মার্কায় ভোট চান। এডভোকেট হাফিজুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা জামাতকে নিশ্চিহ্ন করতে চেয়েছে তারাই ধ্বংস হয়েছে। যারা আমাদেরকে হুমকি দিচ্ছেন তারাই শেষ হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ (রাজাপুর- কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল হক। তিনি বলেন, দেশে অন্যায় অবিচার, দুর্নীতি ও বেকারত্ব নিরসনে জামায়াতে ইসলামী জনগণের পাশে আছে। জনগণের সেবা ও ন্যায়ের সমাজ গড়তে আসন্ন নির্বাচনে দড়িপাল্লা প্রতীকে ভোট দিন।
কর্মী সম্মেলন বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা আমির মাস্টার মো. মজিবুর রহমান এবং উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. সাইয়েদুর রহমান।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার করেন।
কর্মী সম্মেলন শেষে জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে এক বিশাল মিছিল কৈখালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন :