ঝালকাঠির রাজাপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের অনুকূলে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। তিনি অনুদানের চেক বিতরণের পাশাপাশি সংগঠনগুলোর কার্যক্রমের প্রশংসা করেন এবং নারী নেতৃত্ব ও স্বেচ্ছাসেবী উদ্যোগকে আরও গতিশীল করার আহ্বান জানান।
চেক বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের প্রতিনিধি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুদান বিতরণে নারী উদ্যোক্তাদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তারা বলেন, সরকারের এ সহায়তা তাদের সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে অনুপ্রেরণা যোগাবে।
আপনার মতামত লিখুন :