ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৭:২৪ পিএম

যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি

ছবি: বর্তমান বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে এক  বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলা যুবদলের অন্যতম নেতা সাব্বির আহমেদের নেতৃত্বে এই বর্ণাঢ্য র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 বর্ণাঢ্য র‍্যালিটি ত্রিশাল পৌর শহর থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সমাপ্ত হয়।

বর্ণাঢ্য র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের অন্যতম নেতা সাব্বির আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা  আবু সাঈদ, জিয়াউল হক জিয়া, হারুন ও রশিদ, গোলাম মোস্তফা, আব্দুল খালেক, আরমান বেপারি, ফজলুল হক সোহান, রফিকুল ইসলাম রাসেল, সুজন সরকার, নাসির উদ্দিন, মাহমুদুল হাসান, ফরিদ আহমেদ, সোহাগ সরকার, সাজেদুল ইসলাম পলাশ,  পৌর যুবদল নেতা মুক্তাদির কায়েস, মুরাদ আহমেদ, ফজলুল করিম ডলার সহ উপজেলা যুবদল এবং পৌর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে যুবদলের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!